সাংবাদিক তারেকের নানার ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক

0
354

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ

খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার খানজাহান আলী থানা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ তারেকের নানা বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনছার আলী(৮৪) রবিবার রাত ১১টায় বার্ধক্যজনিতকারনে শিরোমণি দক্ষিণপাড়াস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি.. রাজিউন) মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। গতকাল সোমবার সকাল ১১টায় শিরোমণি গফ্ফার ফুড মোড়ে জানাযা শেষে শিরোমণি কেডিএ আবাসিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গাউসুল আযম হাদী, মুন্সি মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, বিশিষ্ট রাজনৈতিবীদ হাসান মাহমুদ টিটো, ওয়ার্ডের মেম্বর আলহাজ্জ হাফেজ মোঃ গোলাম মোস্তফা, মাওঃ আবুল বাশার জিহাদী, এস এম রাসেল, আবুল বাশার, সাংবদিক বদরুল আলম, মোশারফসহ স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন মরহুমের নাতী হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব। আজ মঙ্গলবার আছরবাদ মরহুমের বাসভবনে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। উল্লেখ্য মরহুমের স্ত্রী গত চার মাস আগে ইন্তেকাল করেন।
সাংবাদিক সাইফুল্লাহ তারেকের নানার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামন মনি, সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়ছেদ আলী, সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, সাংগঠানিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু স্ঈাদ হাওলাদার আব্বাস, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম।
অনুরুপ বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি ও সময়ের খবরের সাংবাদিক শেখ বদরউদ্দিন, সাধারণ সম্পাদক গ্রামের কাগজের হাফেজ আহম্মেদ সরকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রবাহের মোঃ শফিউদ্দিন শফি, সদস্য আমার একুশের নিসিয়র সাংবাদিক মুক্তি মাহমুদ, সংকর বিষ্ণু, জন্মভুমির মাহমুদ আল লিমন, নওয়াপাড়ার থানা প্রতিনিধি বদরুল আলম মনা, মিহির রঞ্জন বিশ^াস, সাংবাদিক মোশারফ হাওলাদার, অনিমেষ কুমার মন্ডল, ইমরান আহসানসহ খানজহান আলী থানার কর্মরত সাংবাদিকবৃন্দ।