সাংবাদিকদের কল্যাণে টিকে আছে বিএনপি: হানিফ

0
322

অনলাইন ডেস্কঃ

বিএনপি মিথ্যাবাদী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির কাজ হচ্ছে সকাল-বিকাল মিথ্যাচার করা। খুলনা সিটির নির্বাচন নিয়েও তারা মিথ্যাচার করছে। গতকাল খুলনা সিটি নির্বাচনে জনগণ বিএনপির প্রতি অনাস্থা দেখিয়ে প্রমাণ করেছে দেশবাসী আর দুর্নীতিবাজদের সঙ্গে নেই। এখন শুধুমাত্র সাংবাদিকদের কল্যাণে টিকে আছে এ দলটি।’

বুধবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

হানিফ বলেন, ‘উন্নয়ন আর অগ্রগতির পথে দেশের জনগণ, এটা খুলনা সিটি নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। উৎসবের আমেজের মধ্য দিয়ে খুলনা সিটি নির্বাচন হয়েছে। কোথাও কোনো সংঘাত-বিরোধ দেখা দেয়নি। মিডিয়াতেও কোনো কারচুপি দেখা যায়নি। যে দুটি কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে নির্বাচন কমিশন সে দুটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে।’

খুলনা সিটি নির্বাচনে বিএনপি যে কারচুপির অভিযোগ করেছে তার সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি বলে যোগ করেন হানিফ।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে- গতকালের নির্বাচনে জনগণ সে আভাসই দিচ্ছে। মালয়েশিয়ার মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশের উন্নয়ন চায় জনগণ। তাই তারা বলছে শেখ হাসিনার সরকার বারবার দরকার।’

মালয়েশিয়া নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘দেশের জনগণ আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। দেশে শেখ হাসিনার পর আর কোনো আস্থাভাজন ব্যক্তি নেই।’ গণমাধ্যমকর্মীদের উন্নয়ের পক্ষে জনমত সৃষ্টি লক্ষ্যে কাজ করারও আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মামুন শেখের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতিয়ার রহমান দীপু প্রমুখ।