সহকর্মীদের এমন আচরণে বিস্মিত তিন্নি

0
128

টাইমস ডেস্ক বিনোদন: কয়েক দিন আগে র‌্যাব অভিযান চালিয়ে মাদকসহ গ্রেপ্তার করেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনিকে। তারপর নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এসব বিষয় নিয়ে অন্তর্জালে শুরু হয় নানা আলোচনা। শোবিজ অঙ্গনের অনেককে তাদের নিয়ে নানারকম মন্তব্য করতে দেখা যায়। কিন্তু সহকর্মীদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন কানাডা প্রবাসী আলোচিত অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। এদিকে মঙ্গলবার তিন্নি তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। যাতে এ অভিনেত্রী তার ব্যক্তি জীবনের পাশাপাশি আরো কিছু বিষয়ে কথা বলেছেন। মানুষের বিচিত্র মানসিকতা নিয়ে বিরক্ত তিন্নি। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘২০১০ সাল থেকে একই কাসুন্দি। কী হইলো কেমনে হইলোÑএসব চলতেছে, হায়রে মানসিকতা! সময়ের সঙ্গে মানুষের উন্নতি হয় আর আমাদের ওই একই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না।’ সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। কিন্তু তিন্নি কতটা বদলেছেন? এ অভিনেত্রী বলেন, ‘তখনকার আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য হলোÑআমি সুন্দর দুটি কন্যাসন্তানের মা। তখন ২১-২২ বছর বয়েসী তিন্নি মডেল-অভিনেত্রী ছিল আর এখন ৩৭ বছর বয়েসী নারী ও একজন মা। মিল শুধু, আমি আগের মতোই মনখোলা ও আশাবাদী মানুষ। এখনো প্রাণ ভরে হাসি, যেকোনো পছন্দের গানের সঙ্গে নেচে উঠবো, মানুষকে রেধে খাওয়াবো। কারো কষ্টের সময়ে পাশে দাঁড়াবো, কষ্ট পেয়েছি তাই কষ্টের মূল্য বুঝি।’ স্পষ্টভাবে উল্লেখ না করলেও কিছু বিষয় থেকে তিন্নিকে দূরে রাখার আহŸান জানিয়েছেন। এ অভিনেত্রী বলেনÑ‘আমি আর অভিনয় করছি না। সুতরাং একজন মাকে এসব চুলকানি থেকে বাদ দেওয়া যায় না! আমরা সবাই তো কারো সন্তান, আমারো তো মা-বাবা আছে নাকি? আমাদের নিয়ে অন্য মানুষ খারাপ বললে, আমাদের সন্তান, মা-বাবাও কষ্ট পান। এটাই কী স্বাভাবিক নয়?’ ‘‘শুনেছিলাম, ‘মানুষের হায় (অভিশাপ) লাগলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়’। আমার কথা বলছি না, আমাদের বাবা-মা, সন্তানদের কষ্টের হায় লাগার কথা বলছি, আমরা কী পারি না ভালোভাবে-ভদ্রভাবে সবকিছু উপস্থাপন করতে? দয়া করে নিজে বাঁচুন অন্যকেউ বাঁচতে দিন! আসুন সবাই আবার মানুষের মতো কাজ করি।’’ বলেন তিন্নি। দোয়া চেয়ে তিন্ন বলেন, ‘জীবনে ভন্ডামি করি নাই, করলে হয়তো অনেক ভালো লাইফ হতে পারতো। যাই হোক, সবাই আমার ও আমার সন্তানদের জন্য দোয়া, আশীর্বাদ করবেন, যেন দিন শেষে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। আমি কী ভুল বললাম?’ ২০০২ সালে আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় পঞ্চম রানার আপ নির্বাচিত হন তিন্নি। তারপর মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক ‘৬৯’ নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটক দর্শকদের উপহার দেন এই অভিনেত্রী। ‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রে অভিনয় করেন তিন্নি। বর্তমানে কন্যা ওয়ারিশাকে নিয়ে কানাডায় বসবাস করছেন তিন্নি।