সরাপপুরে স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

0
211

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ের সরাপপুরে স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। এরপর শুরু হয় উদ্বোধনী দিনের খেলা। ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান ফুটবল একাদশ ও সাতক্ষীরার বিউটি খেলাঘর প্লাস ফুটবল একাদশ খেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে সাতক্ষীরা বিউটি খেলাঘর প্লস ৩-১ গোলের ব্যবধানে বিজয় লাভ করে ফাইনালে উর্ত্তিন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোলকিপার বিদ্যুৎ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। পরাজিত দলের সেনেগালের খেলোয়াড় স্মার্ট প্রথম গোল করায় তাকে পুরস্কৃত করেন, শোভনালী ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম। খেলা পরিচালনা করেন, আবু ওয়াহিদ বাবলু। সহযোগি রেফারী ছিলেন, ইয়ামিন হোসেন, জাহাঙ্গীর ও ৪র্থ রেফারী ছিলেন, ইমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও মইন হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী রাজেশ্বর দাশের পৃষ্ঠপোষকতায় সরাপপুর অগ্রণী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠানে সভাপাতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সরাপপুর অগ্রনী যুব সংঘের সভাপতি সঞ্জয় কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রধান শিক্ষক মুহম্মাদ গোলাম কিবরীয়া, ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন, নজরুল ইসলাম গাইন, ফারুক হোসেন, উদয় কান্তি বাছাড়। আগামী ৪ নভেম্বর দ্বিতীয় খেলায় হাজীপুর ইয়াং ষ্টার ক্লাব ও শ্যামনগরের ঈশ্বরীপুর ফুটবল একাদশ অংশ নেবে।