সরকার দরিদ্র মানুষের কল্যাণার্থে অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে : ডিসি খুলনা

0
523

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন, বর্তমান সরকার গ্রামের দরিদ্র মানুষের কল্যানে অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার গ্রামের হত দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের গৃহ নির্মানের জন্য প্রতিটি উপজেলায় সরকারী অর্থ বরাদ্দ করেছে। এ অর্থের যথাপোযুক্ত ব্যবহার করে সরকারের সেবা জনগনের দোর গোঁড়ায় পৌঁছে দিতে হবে। তিনি ১ আগষ্ট’১৮ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ” জমি আছে ঘর নাই ” প্রকল্পের আওতায় রূপসা উপজেলার তালতলা গ্রামের কয়েকটি গৃহনির্মান কাজের পরিদর্শনকালে এ কথা বলেন। আকস্মিক এ পরিদর্শনকালে নির্মিতব্য গৃহনির্মান প্রকল্পের প্রশংসা করে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ – সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।