সরকার খুলনার ১১০৬টি গ্রামেই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সম্পূর্ণ ব্যর্থ: এ্যাড. মনা

0
174

খবর বিজ্ঞপ্তি:
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন কমিউনিটি কেন্দ্রগুলোতে চিকিৎসক, প্রয়োজনীয় অবকাঠামো, ওষুধ এবং চিকিৎসা উপকরণ সংকটের কারণে গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে শহরমুখী। তৃণমূল জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিনাভোটের ফ্যাসিষ্ট সরকার কখনোই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেনি। ফলে মহামারী করোনা পরিস্থিতিতে এখন শহরের তুলনায় গ্রামাঞ্চলও সমানতালে মৃত্যু ঘটছে। সরকার খুলনার নয়টি উপজেলার ৬৮টি ইউনিয়নের ১১০৬টি গ্রামেই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাটের খবর মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। ।
সারাদেশের করোনা আক্রান্ত রোগীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ওষুধ সহায়তা প্রদান করলেন এসব কথা বলেছেন তিনি। বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ফুলতলা ও পাইকগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে করোনা চিকিৎসায় ওষুধ ও ভাইরাস প্রতিরোধক সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন খুলনা জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মুর্শিদুর রহমান লিটন, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম সরদার, শেখ আঃ ছালাম, তানভীরুল আজম রুম্মান, সামসুল বারিক পান্না, মোঃ শফিকুল ইসলাম, ফকির রবিউল ইসলাম, মোঃ জামাল ও মোঃ বাচ্চু প্রমুখ।
অপরদিকে, পাইকগাছা উপজেলা বিএনপির পক্ষে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ কোহিনুর ইসলাম।
এরআগে, গত মঙ্গলবার বিকেলে দাকোপ উপজেলা বিএনপির পক্ষে চালনা পৌরসভা বিএনপি’র সদস্য সচিব শেখ মোজাফ্ফর হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, তেরখাদা বিএনপি’র পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হোসেন ওষুধ সামগ্রী গ্রহন করেন।