সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্ঠায় কুচক্রী মহল ঘৃন্য ষড়যন্ত্রে লিপ্ত : আঃ রাজ্জাক রাজু

0
496

শেখ নাদীর শাহ্:::


লবণের মূল্য বৃদ্ধির গুজবে সারা দেশেরন্যায় পাইকগাছা উপজেলার চিত্রও প্রায় এক ও অভিন্ন।মঙ্গলবার (১৯,১১,১৯) বিকালের পর থেকে সারাদেশের ন্যায় পাইকগাছা উপজেলাব্যাপী শুরুহয় লবণের মূল্য বৃদ্ধির গুজব।আর এমন খবরে উপজেলার একাধিক বাজার জুড়ে শুরুহয় হুলস্থুর কান্ড,তবে অন্যান্য বাজারের তুলনায় কপিলমুনি বাজারে ক্রেতাদের লবণ কেনার দৃশ্য রীতিমত চোখে পড়ার মত।

তবে খবর পেয়ে কপিলমুনি বাজার নিয়ন্ত্রণে মাঠে নামেন স্থানীয় ফাঁড়ি পুলিশের একটি টিম।তাৎক্ষণিক লবণের মূল্য বৃদ্ধির গুজব রোধে উপজেলা প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি মাইকিৎ করে জনগণকে সচেতন করার জোর প্রচেষ্টা চালান।

তথ্যানুসন্ধানে জানাযায়, গত কয়েকদিন ধরে পেঁয়াজ এর মূল্য বৃদ্ধির কারণে একদল ষড়যন্ত্রকারী দেশের শত্রু ও কিছু অসাধু ব্যবসায়ী চক্র কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়ায় যারফলে জনসাধারণের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এব্যাপারে গুজব রুখতে কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় কুমার দাশ বলেন, লবণের দাম বৃদ্ধির বিষয় নিয়ে একটি মহল গুজব ছড়িছে। সরকারী ভাবে মূল্য বৃদ্ধির কোন তথ্য আমাদের কাছে নাই।

গুজব প্রতিরোধে আমাদের পুলিশ টিম বাজারে কাজ করছে। সকল ব্যবসায়ীদের পূর্বের ন্যায় সঠিক দামে লবণ বিক্রয় করার নির্দেশ দেওয়া হয়েছে,বেশি দামে লবণ বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর হবে বলেও জানান তিনি।

এদিকে পাইকগাছা উপজেলায় লবণের মূল্য বৃদ্ধির গুজবে বুধবার(২০,১১,১৯) বেশিদামে কপিলমুনিতে লবণ বিক্রির অভিযোগে কপিলমুনি বাজার পরিদর্শন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কর্মিশনার ভূমি মোঃ আরাফাতুল – আলম। উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় দাশ,কপিলমুনি সহকারী কর্মিশনার ভূমি মোঃ জাকির হোসেন,উপজেলা সার্ভেয়ার মোঃ সাকিরুল ইসলাম প্রমুখ।

কপিলমুনি বাজার পরিদর্শনকালে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কর্মিশনার ভূমি মোঃ আরাফাতুল আলম বাজারের সকল পর্যায়ের ব্যাবসায়ীদের লবণসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঠিকদামে জনসাধারণের নিকট বিক্রয়ের আহ্বান জানান,অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

প্রতিবেদনকালে সরেজমিনে, লবণের মূল্য বৃদ্ধির গুজবের ব্যাপারে জানতে চাইলে কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,জননেতা আব্দুর রাজ্জাক রাজু খুলনা টাইমসকে জানান মাননীয় প্রধান মন্ত্রী উন্নয়নের কারিগর জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে আমাদের সোনার বাংলাদেশ যখন গোটা পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশ গুলোর সাথে পাল্লা দিয়ে অনেককেই পেছনে ফেলে উজ্বল ভবিষ্যৎতের দিকে অগ্রসর ঠিক তখনই কিছু সরকার বিরোধী কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে স্বল্প সংখ্যক অসাধু ব্যবসায়ীরা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার গভীর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

গুজবে কান না দিয়ে উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে জনসাধারণকে সরকারের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।