সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

0
303

দেবহাটা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আয়োজনে ক্যাম্পাসে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দিকে কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের নেতৃত্বে সকল শিক্ষক- কর্মচারী, সকল শিক্ষার্থী ও রোভার স্কাউটস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি যার যার বাড়ীর আশপাশে পরিষ্কার রাখা এবং অপরকেও এ বিষয়ে সচেতন করার আহবান জানান অধ্যক্ষ। এদিকে একইদিন সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ প্রাঙ্গণে উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদের নেতৃত্বে কলেজ রোভার স্কাউটস এর সৌজন্যে বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। অত্র কলেজের রোভার গ্রুপ সম্পাদক ও শিক্ষক আবু তালেব, রোভার স্কাউটস লিডার প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), শিক্ষক আমিনুর রহমান, সিনিয়র রোভার মেট আব্দুল কাদের, রোভার সাকিল, প্রাক্তন রোভার সুব্রত, কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ সহ অন্যান্য রোভার সদস্যদের উপস্থিতি বা সহযোগিতায় ক্যাম্পাসে হিমসাগর, গোবিন্দভোগ, কাঁঠাল, জলপাই, কামরাঙ্গা ও পাতি লেবুর চারা রোপন করা হয়েছে।