সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন উদ্বোধন

0
456

টাইমস্ ডেস্ক:

সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য নবনির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নেই বাসস্থান নির্মাণের পাশাপাশি, বেতন বৃদ্ধি এবং পদের নাম পরিবর্তন করা হয়েছে। সরকারী কর্মচারীদের জন্য মতিঝিল ও আজিমপুর সরকারি কলোনিতে প্রথম দফায় ৯৮৮টি ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্পে ২০২০ সাল নাগাদ আরও ১৭টি বিশ তলা ভবন নির্মাণ করা হবে। মতিঝিলে ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২২১ কোটি ৮৪ লাখ এবং আজিমপুরে ২৭৫ কোটি টাকা।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে। একটি মানুষও বাড়ি ছাড়া থাকবে না।’

তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। অামরা অাপনাদের সেবা করে যাচ্ছি। জাতির পিতার বলেছিলেন, এদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। অামরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি।

এসময় বিদ্যুৎ-পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাচ্চাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা রাখার নির্দেশও দেন।