সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন সরকারের বড় চ্যালেঞ্জ

0
359
Exif_JPEG_420

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশের কৃতি ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, দেশ তথা জাতির অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রী এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নানামূখি উন্নয়ন ও সুবিধাদি প্রদানসহ শিক্ষার পরিবেশ সৃষ্টি করে দেশ গঠনে সহায়ক ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার সুযোগের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন বর্তমান সরকার সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তিনি উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদেরকে সুশিক্ষা গ্রহণ করার আহবান জানান।
তিনি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শতদল মহাবিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথাগুলো বলেন। শতদল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনির উদ্দীন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম মূর্শেদী এমপি’র সহ-ধর্মীনি মিসেস সারমিন সালাম, খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শতদল মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার ও আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদরুল আলম বাদশা, প্রভাষক প্রতিভা বিশ্বাস, প্রভাষক প্রদীপ মালাকার, কলেজের শিক্ষার্থী তামান্না চৈতী ও সুইটি। বিকেলে তিনি উপজেলা সদরের বালিকা বিদ্যালয় এবং সাচিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের দু’টি অনুষ্ঠানে যোগদান করেন।