সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ নয়, লক্ষ্য এবার দেশের উন্নয়ন- ইমরান খান

0
502

আন্তর্জাতিক ডেস্কঃক্ষমতায় আসার পর থেকে বার বারই শান্তির বার্তা দিয়ে আসছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এবার সন্ত্রাসবাদ প্রসঙ্গে নিজের দেশের অবস্থান ব্যাখ্যা করলেন তিনি৷ শুক্রবার ইমরান খান জানান, তিনি চান বিশ্বের কোনও সন্ত্রাসবাদের যুদ্ধে জড়াবে না পাকিস্তান৷ কারণ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে বেশি গুরুত্ব দিতে চান তিনি৷

তাঁর মতে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা অত্যন্ত বেশি৷ সেসব দিকে আগে নজর দেওয়া দরকার৷ রাওয়ালপিন্ডিতে পাক সেনাবাহিনীর এক অনুষ্ঠানে একথা বলেন পাক প্রধানমন্ত্রী৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের নামকরা বেশ কয়েকজন ব্যক্তিত্ব৷ সেখানেই ইমরান খান বলেন প্রথম থেকেই তিনি চেষ্টা করছেন দেশের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে৷ এরজন্য চেষ্টা করে চলেছে পাক সরকার৷

পাকিস্তানের সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে দেশের সরকার৷ সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াও এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানান ইমরান৷ পাকিস্তানের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য যেভাবে পাক সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, তার প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী৷ শক্তিশালী সেনাবাহিনী যে কোনও দেশের গর্ব বলেও উল্লেখ করেন তিনি৷

পাশাপাশি তিনি বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান। এই ইস্যুতে কারো সাথে আপস করা হবে না। এমনকি কাশ্মীর ইস্যুতে যত হুমকি বা আন্তর্জাতিক চাপ-ই আসুক না কেন তাতে মাথা নোয়ানো হবে না বলেও নিজের অবস্থান জানিয়েছেন ইমরান খান৷