সন্ত্রাসী মাদক ব্যবসায়ী যে-ই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না : সাংসদ মিজান

0
383

সংবাদ বিজ্ঞপ্তি : সন্ত্রাসী মাদক ব্যবসায়ী যে-ই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা করা হবে। যারা মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন করে তারা সমাজের শত্রæ। সমাজের ওই সকল শত্রæদের নির্মূল করতে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। বক্তরা খলিলুর রহমান সিয়াম হত্যার মূল আসামীদের গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মূলক জবান বন্দি গ্রহণ করা হয়েছে। বাকীদের অবিলম্বে গ্রেফতার করা হবে বলে বক্তরা অঙ্গিকার করেন। এসময়ে আইন শৃংখলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলেই ঐক্যমত পোষণ করেন।
বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় কালে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি’র সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবীর পিপিএম এবং জেলা প্রশাসক আমিনুল আহসান এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. মো. সাইফুল ইসলাম, কৃষক লীগ সাধারণ সম্পাদক বিএম সজীব, মো. আলমগীর সরদার, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. হোসেনুজ্জামান হোসেন, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, হারুন মানু, মো. শাহীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।