সতীর্থদের দ”ঢ়তায় মু” মার্তিনেস

0
172

টাইমস স্পোর্টস:
বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হবে, জানত আর্জেন্টিনা। তাই কঠিন পরিবেশে জয় তুলে নিতে সতীর্থরা যে মানসিক দ”ঢ়তার পরিচয় দিয়েছে, তাতে ভীষণ খুশি দলটির ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। সমুদ্রপ”ষ্ট থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অব¯ি’ত লা পাসের এরনান্দো সাইলসে মঙ্গলবার কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে জেতে আর্জেন্টিনা। ২০০৫ সালের পর প্রথমবার এই মাঠে জয়ের স্বাদ পেয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাঠের ওই উ”চতায় শ্বাস-প্রশ্বাস নিতে পারা বড় সমস্যা হয়ে দাঁড়ায় সফরকারী খেলোয়াড়দের জন্য। ফলে স্বাভাবিক খেলাটা হয়ে পড়ে কঠিন। তাই এখানে ম্যাচের আগে ঘুরে-ফিরে আসে মাঠের উ”চতার প্রসঙ্গটি। আর্জেন্টিনার শুরুটা যদিও ভালো ছিল না। ২৪তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। এরপরই গা ঝাড়া দিয়ে ওঠে সফরকারীরা। বিরতির আগে দলকে সমতায় ফেরান মার্তিনেস। আর দ্বিতীয়ার্ধে বদলি নেমে জয়সূচক গোলটি করেন হোয়াকিন কোররেয়া। ২০১৬ সালের নভেম্বরের পর লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে গোল করা মার্তিনেস ম্যাচ শেষে প্রশংসায় ভাসান সতীর্থদের। “আমরা জানতাম, ম্যাচটি কঠিন হবে। খেলোয়াড়রা আজ দ”ঢ় মানসিকতার পরিচয় দিয়েছে এবং অনেক মাথা খাটিয়েছে। আমরা খুব খুশি।” “অতীত ইতিহাসের কারণে আমরা জানতাম, আমাদের কাছে এই ম্যাচটির অর্থ কী। অস্বীকার করব না যে এখানে খেলা কঠিন।”