সততা, দক্ষতা ও সেবার  মাধ্যমে  পেশার উন্নয়ন ঘটাতে হবে: খুলনা জেলা রেজিস্ট্রার

0
405

বিজ্ঞপ্তি: খুলনা জেলা রেজিস্ট্রার বীর জ্যোতি চাকমা বলেছেন সততা, দক্ষতা ও সেবার মাধ্যমে পেশার উন্নয়ন ঘটাতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে সেবা পায় তার জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। কাজেই দুরদুরান্ত থেকে আসা সাধারণ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সে দিকে নজর দিতে হবে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় খুলনা সদর দলিল লেখক সমিতি মিলনায়তনে দলিল লেখকদের পেশাগত পরিচয় পত্র প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
খুলনা সদর দলিল লেখক সমিতি  আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ৫৫ জন দলিল লেখকদের মাঝে পরিচয় পত্র প্রদান করেন খুলনা সদর সাব-রেজিস্ট্রার মোঃ শাহীন হাসান।
খুলনা সদর দলিল লেখক সমিতির নব-নির্বাচিত সভাপতি কাজল কৃষ্ণ দে (কাজল দে) এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিক-উজ-জামান অশোক। সিনিয়র দলিল লেখক এম আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক রনজিৎ কুমার দাস প্রমুখ।