সখিপুর সরকারি কেএবি কলেজের সহকারী অধ্যাপকের রেকর্ডীয় সম্পতি জবর দখলের চেষ্টা

0
355

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সরকারি কেবিএ কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আজিজের রেকর্ড করা সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছেন কামটা গ্রামের মৃত. শাহাবুদ্দিনের পুত্র জামায়াত নেতা আব্দুল কাদের ও আব্দুর রশিদ। জানা গেছে, ১৯৫৫সাল থেকে বালিকৃষ্ণপুর মৌজার এস,এ ৫৭নং খতিয়ানে লিখিত সাবেক ৫৮২ দাগ, বর্তমান বি.আর.এস ৪৬৮ দাগে ০.৫৪একর জমি তার মা গোলাপজান বিবির এক আনা সম্পত্তির মালিক। গোলাপ জানের মৃত্যুতে তার একপুত্র ও এক কন্যা ঐ জমির ওয়ারেশ হন। পরে ২৩ জানুয়ারী ২০১৮ সালে ভাই বোনের জমির অংশ বিনিময় করে কলেজ শিক্ষক আব্দুল আজিজ একক মালিক হয়। এরপর সহকারী অধ্যাপক আব্দুল আজিজ ঐ জমিতে মৎস্যঘের তৈরী করে সেখানে মাছ চাষ করে আসছিল। কিন্তু পাশের জমিতে ঘের করা কামটা গ্রামের মৃত. শাহাবুদ্দিনের ছেলে আব্দুল কাদের ও আব্দুর রশিদ লোভ সামলাতে না পেরে রাতারাতি উক্ত মৎস্যঘের দখল করে নেয়। বিষয়টি নিয়ে আইনের আশ্রায় নিলে সব কাগজপত্র দেখে আদালত সহকারী অধ্যাপকের পক্ষে রায় দেয়। এরপর তারা আবার ঐ জমিতে মৎস্যঘের পরিচালনা করে আসছে। কিন্তু সাম্প্রতিক ঐ ব্যক্তিরা আবারো তাদের জমি দখলে নিতে অবৈধ পন্থায় পায়তারা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, পাশ্ববর্তী ঘের মালিক ২ সহোদর অতিরিক্ত পানি তুলে এবং ভেড়িবাধ ভেঙ্গে দিয়ে আমার দখলে নিতে অপকৌশল চালিয়ে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলে তারা লাঠিসোটা, লোহার রড নিয়ে মারতে এগিয়ে আসে। আমি তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।