সখিপুর আহ্ছানীয়া মিশন ভবনের ২য় তলা উদ্বোধন

0
449

মীর খায়রুল আলম: দেবহাটার সখিপুর আহ্ছানীয়া শাখা মিশনের ২য় তলা ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সখিপুর মোড়স্থ শাখা আহ্ছানীয়া মিশনের আয়োজনে এ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর আহ্ছানীয়া শাখা মিশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালামতুল্যাহ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলতা পাক রওজা শরিফের খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আহ্ছানীয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব সাঈদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রালয়ের সাবেক যুগ্ন-সচিব খলিলউল্যাহ্। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মিশনের কর্মকর্তা ডাঃ আকবর হোসেন, আলহাজ্ব আবুল ফজল, খায়রুল হাসান, মহাসিন হালদার, শিক্ষক আলহাজ্ব মুজিবর রহমান, নলতা শরিফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ রংপুরী ও পেশ ইমাম আলহাজ্ব হাফেজ শামছুল হুদা, কেন্দ্রীয় মিশনের আজীবন সদস্য ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, সখিপুর আহ্ছানীয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মোখলেছ, সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী, সহ-সভাপতি নুর মোহাম্মাদ, কার্যনির্বাহী সদস্য ও আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, সরদার আমজাদ হোসেন, মহিলা কলেজের অধ্যাক্ষ আবুল কালাম,
কেবিএ কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান, দেবহাটা কলেজের অধ্যাপক হাফিজুর রহমান, আবুল হোসেন বকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, সাবেক মেম্বার এবাদুল ইসলাম, মিজানুর রহমান, কামরুল ইসলাম, রিয়াজুল মোল্যা, আব্দুল গফুর, ্সখিপুর মিশনের জমিদাতা সিরাজুজ্জামান ও রফিকুল ইসলামসহ বিভিন্ন মিশনের কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুরুতে ফিতাকেটে ভবনের উদ্বোধন করেন নলতা পাক রওজা শরিফের খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দীন আহমেদ। উদ্বোধন শেষে মিলাদ শরীফ পরিচালনা করেন নলতা শরিফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ শামছুল হুদা এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ রংপুরী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সখিপুর শাখা মিশনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু তালেব।  এদিকে, রাতে সখিপুর শাখা মিশনের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী(সঃ) উউদযাপন উপলক্ষে ওয়াজ মাফিলের আয়োজন করা হয়।