সকল পেশার মানুষকে বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দেয়ার আহবান এমপি মুর্শেদীর

0
314

রূপসা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, গাছ আমাদের অমূল্য সম্পদ। বৃক্ষরোপনের মাধ্যমে এলাকার জীব বৈচিত্র্য ভারসাম্য বজায় রাখতে হবে। দেশ ও এলাকার পরিবেশগত উন্নয়ন করতে বৃক্ষরোপন করতে হবে। সরকারের নির্দেশে ৩টি উপজেলায় এবছরে ১লাখ বৃক্ষ রোপন করা হবে। এছাড়া সমাজের সকল শ্রেনীপেশার মানুষকে বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দেওয়ার জন্য এগিয়ে আসার আহবানও জানান। বাড়ির আঙ্গিনায় বৃক্ষ লাগানোর জন্য মা বোনদের প্রতি তিনি অনুরোধ জানান। দলমত নির্বিশেষে ঐক্যবন্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য সকলকে কাজ করার অনুরোধ করেন। তিনি সোমবার দুপুরে রূপসা উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, জেলা শ্রমীক নেতা বিএম জাফর, অধ্যক্ষ ফ ম আ. সালাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মহিউদ্দিন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, মহিলঅ বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, শিউলি মজুমদার, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, এসহাক সরদার কামাল হোসেন বুলবুল, মো.জাহাঙ্গির শেখ,সৈয়দ মোরশেদুল আলম বাবু, চঞ্চল মিত্র, ইউপি সদস্য আ. গফুর খান,উপ-সহকারী আ. রহমান ঢালী মুজিবুর রহমান প্রমূখ। এবছর মেলায় বিভিন্ন জাতের বৃক্ষ পাওয়া যাচ্ছে ১২ স্টলে। এর পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন্ এছাড়া নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।