শ্রীলংকায় ভোটার বহনকারী বাসে হামলা

0
255

খুলনাটাইমস বিদেশ : শ্রীলংকার উত্তর-পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহনকারী গাড়ি বহরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। গতকাল শনিবার সকালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছু আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা তান্তিরিমালে এ হামলা চালানো হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। বাসে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোটার বাসের ওই বহরে হামলা চালায়। আরেক পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারীরা গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং ইট-পাথর ছুঁড়ে মারে। এতে কমপক্ষে দু’টি বাসে গুলি লাগে। তবে আমরা এ হামলায় হতাহতের কোনো খবর পাইনি। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এবার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা নির্বাচন করছেন না। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের (ইউএনএফ) প্রার্থী সাজিথ প্রেমাদাসা ও বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) গোটাবাইয়া রাজপাক্ষের মধ্যে। দেশটির ২২টি নির্বাচনি জেলায় প্রায় ১৩ হাজার ভোটকেন্দ্র খোলা হয়েছে। এবারের নির্বাচনের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা এক কোটি ৬০ লাখ। চলতি বছরের ২১ এপ্রিল শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহত হন কমপক্ষে ২৫৮ জন। এবারের নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।