শ্রীউলায় মৎসঘের থেকে বৈধ মালিকদের উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ

0
240

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কাকড়াবুনিয়ায় মৎস্য ঘের থেকে বৈধ মালিকদের উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সিদ্দীক ও স্থানীয়রা জানান, গাজীপুর মৌজার এসএ ৩৯ নং খতিয়ানসহ বিভিন্ন খতিয়ানে ৮.৮৩ একর জমি এসএ রেকর্ডীয় মালিক মৃত: গোলাম বারির ওয়ারেশদের নিকট থেকে কাকড়াবুনিয়া গ্রামের মৃতঃ আলী হোসেন সানার ছেলে আব্দুল্লাহ গং ২০১৬ সালে জমি ক্রয় করে বিসমিল্লাহ মৎস্য ঘের থেকে হারীর টাকা উত্তোলণ করে আসছেন। সম্প্রতি ২০১৯ সালে ঘের মালিক আব্দুস সাত্তার মোড়ল জমির মালিকদের জমি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে স্ব-স্ব জমির মালিকগণ জমি বুঝে নেন। অন্যদিকে, জমির মালিক আব্দুল্লাহ ঢাকায় চাকুরীতে থাকায় সময় মতো আসতে না পারায় তার মূল জমি থেকে ১.৪৩ একর জমি কম হওয়ায় পুনরায় ঘের মালিকের কাছে গেলে বিসমিল্লাহ নামক আর একটি মৎস ঘের থেকে বাকী জমি বুঝে দেয়। সেই থেকে অদ্যাবধি তিনি শান্তিপূর্ন ভোগ দখলে থাকা কালে স্থানীয় রাজনৈতিক কোন্দলের জের ধরে একই গ্রামের মৃতঃ সিয়াম উদ্দীনের ছেলে রেজাউল ও তার লোকজন লোভ বা লাভের বসবর্তী হয়ে ২০১৯ সালে ভরা মৌসুমে হামলা ভাঙচুর, কয়েক লক্ষ টাকা মাছ লুটপাট করে আত্মসাৎ করে জবর দখল অব্যাহত রেখেছিল। সম্প্রতি মৎস্য ঘেরটি পুনরায় জমির মালিক আব্দুল্লাহ ফিরে পেয়েছেন বলে জানা গেছে। উক্ত বিষয় নিয়ে জবর দখল কারী রেজাউলের সাথে ঘটনার সার্বিক বিষয় জানার চেষ্টা করলে এরিপোর্ট লেখা পর্যন্ত সম্ভব হয়নি। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সাথে কথা হলে তিনি বলেন বর্তমানে ঘেরটি আব্দুল্লাহ সানার দখলে আছে। উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রেখে আগামী শনিবার শালীসি বৈঠক ডেকেছি। প্রকৃত জমির মালিককে জমি দেওয়া হবে। উল্লেখ্য জমির মালিক আব্দুল্লাহ বলেন, কোনো অপ্রিতীকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে আমি ভোগ দখলে আছি এবং আমার জমিতে রেনু পোনা ছেড়ে কার্যক্রম শুরু করেছি।