শ্রীউলায় বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

0
272

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন (মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দিয়ে) সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত শ্রীউলা ইউনিয়নের অসহায় মানুষের জন্য সকল প্রকার রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন শেল্টারে নলতা হাসপাতাল ও কমিউনিটি হেলথ ফাউন্ডেশন মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সকাল ১০ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত রোগি পরীক্ষা, ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহযোগিতায় এমপি রুহুল হকের দিকনির্দেশনায় নলতা হাসপাতাল ও আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সমন্বয়ে একটি মেডিকেল টিম ক্যাম্প পরিচালনা করেন। মিডিয়া পার্টনার ছিল রেডিও নলতা ৯৯.২ এফএম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, রেডিও নলাতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নেতৃত্বে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ দিবাকর মুখার্জী ও ডাঃ রবিউল ইসলাম ক্যাম্প পরিচালনা করেন। ৫ শতাধিক রোগিকে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। একই সাথে সকল রোগিকে করোনা ভাইরাস সংক্রমন রোধে হাত ধোয়ানোর ব্যবস্থা ও মাস্ক প্রদান করা হয়।