শ্রীউলায় নদীর স্রোতে ভেসে গিয়ে মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যুতে পরিবারের প্রশাসনের অনুদান প্রদান

0
314

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শ্রীউলায় ভাঙ্গন কবলিত এলাকায় নদীর স্রোতের টানে ভেসে গিয়ে এক মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যুতে পরিবারকে প্রশাসনেরর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়ের হাজরাখালী গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সানার পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করে সরকারী অনুদান প্রদান করা হয়। সাতক্ষীরা প্রশাসক এসএম মোস্তফা কামালের পক্ষে সরকারি অনুদান ১০ হাজার টাকা পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় ইউএনও জানান, দুর্যোগকালীন সময়ে তাদের পরিবারের যেন কোন অসুবিধা না হয় সে ব্যাপারে উপজেলা প্রশাসন হতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুম আব্দুস সামাদ সানা এর আত্বার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামাদ সানা ওরফে পীর আলী (৬৫) সুপার সাইক্লোন আম্ফানে ভেড়ী বাঁধ ভেঙ্গে বাড়িঘর প্লাবিত হলে স্ব-পরিবারে ভেড়ী বাঁধে বসবাস করেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি ভিটে বাড়ি দেখতে পায়ে হেটে সেখানে যাচ্ছিলেন। হঠাৎ করে পড়ে গেলে খোলপেটুয়া নদীর ভাটার প্রবল স্রোতের টানে তাকে ভাসিয়ে নিয়ে যায়। শুক্রবার সকাল ৬ টায় ইউনিয়নের খাজরাখালী ফুটবল মাঠ সংলগ্ন খোলপেটুয়া নদীর চরে মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।