শ্বশুর বাড়ী বেড়াতে এসে লাশ হলেন জামাই: স্ত্রী-শ্বাশুড়ী আটক

0
481

ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ায় শ্বশুর বাড়ীতে বেড়াতে এসে হত্যার শিকার হয়েছে গোলাম রসুল (২৩) নামের এক জামাই। শুক্রবার সকালে থানা পুলিশ উপজেলার গোনালী গ্রামস্থ শ্বশুর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহ নিহতের স্ত্রী-শ্বাশুড়ীকে আটক ও রক্ত মাখা ব্লেড উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মা বাদী হয়ে স্ত্রী-শ্বাশুড়ীসহ ৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উপজেলার নোয়াকাঠী গ্রামস্থ আব্দুল হালিম বরকন্দাজ’র স্ত্রী ও নিহতের মাতা আকলিমা বেগম জানান, বিগত ৮ মাস পূর্বে উপজেলার গোনালী গ্রামস্থ আমজাদ শেখের মেয়ে ইয়াসমিন খাতুনের সাথে তার ছেলে গোলাম রসুলের বিয়ে হয়। গোলাম রসুল শ্বশুর বাড়ী থেকে দিনমজুরের কাজ করতো। ঘটনার রাতে ১১টার দিকে গোলাম রসুলের চাচা শ্বশুর মোবাইল ফোনে জানায় সে খুব অসুস্থ, আপনারা এখনই চলে আসুন। খবর পেয়ে ওই রাতে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে মাটিতে পা ঠেকানো অবস্থায় ঝুলিয়ে আছে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে অনেক ক্ষত রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ হাবিল হোসেন বলেন, সকালে খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রহস্য জনক ভাবে লাশটি ঝুলে আছে ্এবং তার পাশে রক্তমাখা একটি ব্লেড পড়ে আছে। ব্লেডটি জব্দসহ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে ৪জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহার নামীয় আসামী শ্বাশুড়ী সুফিয়া বেগম ও স্ত্রী ইয়াসমিন খাতুনকে আটক করা হয়েছে।