শোভনালীতে ঝূর্ণিঝড় বুলবুলের চাল আত্মসাতের অভিযোগ

0
206

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ঝূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দকৃত ২.৫ মেঃ টন চাউল আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত প্রতিকার প্রার্থনা করা হয়েছে। উপজেলার শোভনালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম কর্তৃক জেলা বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, ৯ নভেম্বর’১৯ ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে আশাশুনির কয়েকটি ইউনিয়নে হাজার হাজার ঘর বাড়ি বিধ্বস্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সাথে গবাদী পশু, মৎস্যঘের ও ফসলী জমির ধানও ক্ষয়ক্ষতি হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ঘর ও চাউল বরাদ্দ করেন। উক্ত চাউল স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার সরবরাহ করেন। শোভনালী ইউনিয়নে ৩ মেঃ টন চাউল বরাদ্দ পেলেও বিতরণ করা হয় মাত্র ৫০০ কেজি। বাকী ২.৫ মেঃ টন চাউল বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে একটি অভিযোগ করা হলে, বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের পক্ষ থেকে কথা বলা হলে তিনি বলেন, উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে অবগত করেছি। শুনানীর দিন ধার্য্য আছে। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেনের সাথে সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে তা সঠিক নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে আমাকে অবগত করেছেন। শুনানী কালে যথাযথ প্রমাণ দেব।