শেষ হলো ৩য় আর্মড ফোর্সেস ডে কাপ গল্ফ টূর্ণামেন্ট

0
231

খুলনাটাইমস স্পোর্টস : শেষ হলো ‘৩য় আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট ২০১৯’। চার দিন ব্যাপি এ টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে শেষ হয় । পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার (পিএসও এএফডি) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহ্ফুজুর রহমান। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এ টর্নামেন্ট। টূর্ণামেন্টে দেশী-বিদেশী মোট ৭১৬ জন গলফার অংশ গ্রহন করেন। টূর্ণামেন্টে কর্নেল মোঃ মামুন অর রশিদ চৌধুরী – উইনার, এ এফ এম সরোয়ার কামাল – ভ্যাটারান উইনার, রিয়ার এ্যাডমিরাল এ কে এম আজাদ (অবঃ) – সিনিয়র উইনার, মিসেস মমতাজ বেগম – লেডি উইনার ও মাষ্টার মাহিন তাসনিম বিন তারিখ – জুনিয়র উইনার এর ট্রফি লাভ করেন। অ্যামেচার গল্ফারদের আর্থিক পুরস্কার না থাকলেও পৃষ্ঠপোষক আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে রয়েছে গিফ্ট হ্যাম্পার ও বিভিন্ন সাইজের ট্রফি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী ,আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মোঃ শওকত ওসমান, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহি কর্নেল এস এম শওকত আলী (অবঃ), আর্মি গলফ ক্লাবের স;স্য সচিব লেঃ কর্নেল এ এস এম নাজমুল হক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন। উল্লেখ্য, গত ২০ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়।