শেষ মুহূর্তের গোলে স্পেনের জয়

0
305

স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে দলগুলো। শেষ প্রস্তুতি পর্বে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে অংশ নিয়ে। শেষ সময়ের ম্যাচগুলো নিয়ে হতাশই হতে পারে শিরোপাপ্রত্যাশী দলগুলো। এবারের রাশিয়া বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে ধরা হয় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও স্পেনকে। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিয়ে আশানুরূপ ফল করতে পারেনি ফেভারিটরা। গতবারের শিরোপাধারী জার্মানিকে তো অস্ট্রিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে ধরাশায়ীই হতে হয়। এর আগের স্পেন ও সুইজারল্যান্ডের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গতকাল রাতেও তিউনিসিয়ার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন। তিউনিসিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক একমাত্র গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে গতকাল শনিবার মুখোমুখি হয়েছিল স্পেন ও তিউনিসিয়া। ম্যাচের শুরু থেকেই যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে স্পেন। তবে তেমন সুবিধা আদায় করতে পারেনি দিয়েগো কস্তারা। অন্যদিকে, তিউনিসিয়াও গোলের সুযোগ খুঁজতে থেকে। দুটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় তাঁরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার লক্ষ্যে খেলতে থাকে স্পেন। ফলে তাঁরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৫৫ মিনিটে গোলের সুযোগ পেলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি জর্দি আলবা।

ম্যাচের ৮৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের মাধ্যমে পরাজয় এড়ায় স্পেন। দিয়েগো কস্তার বাড়ানো পাসে দলকে জয়সূচক গোল পাইয়ে দেন লাগো আসপাস। ফলে একমাত্র গোলে ১-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের রাশিয়া বিশ্বকাপে শিরোপাপ্রত্যাশী স্পেন।