শেখ হেলাল উদ্দিন ও দলীয় নেতাকর্মীদের প্রতি আ’লীগ নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ

0
419

সংবাদ বিজ্ঞপ্তি:
৩ মার্চের জনসভা অভূতপূর্ব ভাবে সফল করায় খুলনা মহানগর ও জেলা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার সকল থানা ও উপজেলার দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট জেলার নারী পুরুষসহ সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা সারা দেশে যে অভূতপূর্ব উন্নয়ন এবং দেশ ও জাতির মর্যাদা বৃদ্ধি করে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। আজকের জনসভায় নারী পুরুষের স্বত:স্পূর্ত অংশগ্রহন তারই প্রমান বয়ে আনে। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা অযাচিতভাবে খুলনায় যে পরিমান উন্নয়ন কাজ সমাপ্ত করিয়েছেন সেটি অতীতের সকল রেকর্ডকে ভাংগতে সক্ষম হয়েছেন। নেতৃবৃন্দ এজন্যে এ অঞ্চলের জনগণ ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আগামীতে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাসহ এ অঞ্চলের মানুষের স্বত:স্ফুর্ত সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দ বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, কেন্দ্রিয় নেত্রী ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, কেন্দ্রিয় নেতা এস এম কামাল হোসেন এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাইফুজ্জামান শেখর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান। এছাড়া যারা সার্বক্ষনিকভাবে সহযোগিতা করে জনসভাকে জনমহাসমুদ্রে পরিণত করেছেন সে সকল কেন্দ্রিয় আওয়ামী লীগ, মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন, থানা উপজেলা, ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবমহিলা লীগ, কৃষক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, আইন-শৃংখলা বাহিনী, নেতৃবৃন্দ, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, আইন-শৃংখলা বাহিনী, জেলা প্রশাসনসহ নগরবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীতেও যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ অঞ্চলের মানুষের সহযোগীতা নিয়ে উন্নয়ন কাজ করে যেতে পারি সেজন্যে এই সহযোগিতা অব্যহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সফল মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।