শেখ হাসিনাকে ৪র্থ বার প্রধানমন্ত্রী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে : সিটি মেয়র

0
584

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশের কোন মানুষই না খেয়ে মরবে না। তাদের সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। যারা ঘরের অভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতো তাদের জন্য বাসগৃহ নির্মান করে দেয়া হয়েছে। তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং ইন্সিটিটিউটসহ প্রত্যেক ইউনিয়নে হেলথ ক্লিনিক স্থাপন করা হয়েছে। মানুষ এখন আর গৃহহীন নাই। বিনা চিকিৎসায় কাউকে মৃত্যুবরণ করতে হয়না। এ শুধু দেশরতœ জননেত্রী শেখ হাসিনার মত একজন দক্ষ প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব। শেখ হাসিনা আছে বলেই আজ সারা দেশে একই সাথে উন্নয়ন ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। তিনি আরো বলেন, সমাজের অর্ধেক ভোটার নারী। এই নারীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে তাদের সম্মান প্রদান করতে হবে। সেজন্যে জননেত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে সর্বস্তরে ৩৩ শতাংশ অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন। সেজন্যে সকলকে স্ব স্ব এলাকায় প্রত্যেকটি বাড়িতে গিয়ে নারীদের সাথে কথা বলতে হবে। বলতে হবে শেখ হাসিনার উন্নয়ন আর নারী অগ্রগতির কথা। জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী করতে এখন থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় সভাপতির এবং বিকালে দলীয় মহানগর মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যা. হোসনে আরা রুনু। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, বেগ লিয়াকত আলী, নুর ইসলাম বন্দ, আকতারুজ্জামান বাবু, মো. শহিদুল ইসলাম, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, অধ্যা. আলমগীর কবীর, সরদার মাহাবুবার রহমান, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যা. রুনু ইকবাল, আবুল কাশেম মোল্লা, হাজী নুরুজ্জামান, রনজিত কুমার ঘোষ, মনির্জ্জুামান সাগর, টি এম আরিফ, নয়মী বিশ্বাস সাথী, এস এম আসাদুজ্জামান রাসেল, মুন্সি আইয়ুব আলী, শেখ আবিদ উল্লাহ, জাহিদুল হক, নুর ইসলাম, মঈনুল ইসলাম নাসির, গাজী মোশাররফ হোসেন, ফয়জুল ইসলাম টিটো, মীর মো. লিটন, গোপাল চন্দ্র সাহা, মহাসিনুর রহমান আফরোজ, আতাউর রহমান শিকদার রাজু, ইউসুফ আলী খান, মো. শিহাব উদ্দিন, মো. জাকির হোসেন হাওলাদার, কামরুল ইসলাম, আবুল হোসেন, আব্দুল মালেক, মাহমুদুল হাসান শাওন, মাহমুদুর রহমান রাশেজ। অপরদিকে মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফার পরিচালনায় মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আঞ্জুমানোয়ারা বেগম, মমতাজ বেগম, মিসেস সাহাবুদ্দিন, রেহেনা গাজী, লিভানা পারভীন, জাহানারা সিরাজ, খাদিজা কবির তুলি, মামনুরা জাকির খুকুমনি, জেসমিন সুলতানা, রহিমা আক্তার হেনা, পারভীন হাসমত, নাহিদ সুলতানা, রহিমা জালাল, এ্যাড. সাহারা ইরানী পিয়া, ডা. নাজমা বেগম, শেখ ফাতেমা, কাউন্সিলর মাহমুদা বেগম, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, ফারহানা পারভেজ নিপু, তাশলিমা আক্তার লিমা, শবনম মোস্তারী বকুল, রিজওয়ানা প্রধান, হাসিনা বেগম, শিরীনা হান্নান, শাহানারা বেগম, লুৎফুন্নাহার লিলি, কবিতা আহমেদ, আছিরন ওসি, শাহানারা বানু, কোহিনুর রাজ্জাক, ফেরদাউসী আলম রিতা,মনোয়ারা বেগম, দিলরুবা আক্তার লিপি, মারিয়ামল্লিক, নাসরিন আক্তার, রেখা আহসান, আফরোজ হক কোহিনুর, শিরীনা হান্নান, সাবিহা ইসলাম আঙ্গুর, লাকী আক্তার, আসমা বেগম, মাকসুদা খান পাখি, আসমা খান, বিউটি বেগম, সৈয়দা হেনা বেগম, রেশমা আক্তার তামান্না ইসলাম, স্মরণী ইসলাম সুইটি, নাসিমা খান কাজল, জলি আক্তার, ইলা রহমান, তৌহিদা ইয়াসমীন লিনা, নাসিমা আহমদ মিলু, নার্গিস আক্তার, আঞ্জুয়ারা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি