শুধুমাত্র মেসির জন্য আলাদা একটি ব্যালন ডি’অর থাকা উচিত : নেইমার

0
304

খুলনাটাইমস স্পোর্টস : ফ্রান্স ফুটবলের সাথে একান্ত এক সাক্ষাতকারে সম্প্রতি পিএসজি ফরোয়ার্ড নেইমার তার সাবেক ও বর্তমান সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। একইসাথে তিনি বর্তমানে পিএসজিতে যে কঠিন সময় কাটাচ্ছেন সে ব্যপারেও মন্তব্য করেছেন। মৌসুমের শুরুতে ক্লাব ছাড়ার যে আগ্রহ তিনি পোষন করেছিলেন সেখানে ক্লাবের সাথে সংশ্লিষ্ট কারো মনে কোন ধরনের কষ্ট দেবার ইচ্ছা তার ছিল না বলেও জানিয়েছেন। গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে নেইমারের ইচ্ছা ছিল পুনরায় ক্যাম্প ন্যুতে ফিরে আসার। কিন্তু সেই আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসু হয়নি। ক্যাম্প ন্যুতে নেইমার ফিরে আসলে আর্জেন্টাইন সুপার স্টার মেসিই হয়ত সবচেয়ে বেশী খুশী হতেন, যা প্রায়ই বিভিন্ন সূত্রমতে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী মেসি ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি’অর জয় করেছেন যা একটি রেকর্ড। এ সম্পর্কে নেইমার বলেছেন, ‘মেসি একজন অসাধারণ খেলোয়াড়। আমার দেখা সে-ই বিশ্বের সেরা খেলোয়াড়। তার ষষ্ঠবারের মত ব্যালন ডি’অর জয়ে আমি মোটেই অবাক হইনি, বরং মনে হয়েছে এটাই তো স্বাভাবিক। দীর্ঘদিন ধরে মেসি ক্যারিয়ারের সেরা সময় পার করছে। আমি মনে করি শুধুমাত্র তার জন্যই একটি আলাদা ব্যালন ডি’অর চালু করা উচিত।’ ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সাথে ব্রাজিলিয়ান এই তারকার সম্পর্কটা বেশ কিছুদিন ধরেই ভাল যাচ্ছেনা। কিন্তু সেটা মোটেই তার স্ট্রাইকিং পার্টনার কিলিয়ান এমবাপ্পের উপর কোন প্রভাব ফেলেনি। ফ্রান্সের বিশ্বকাপ বিজয়ের পর এমবাপ্পের ভূমিকা ক্রমাগতই উপরে উঠেছে। কিন্তু এটা নিয়ে নেইমার কিংবা এমবাপ্পের মধ্যে কখনই বিরোধ হয়নি। বরং প্রতি ম্যাচেই একে অপরের উপর নির্ভরশীল হয়েই খেলেছেন। নেইমার বলেন, ‘আমরা বেশ ভাল বন্ধু। মাঠে আমরা দলের জয়ের জন্য ও গোল করার জন্য একে অপরকে সহযোগিতা করি। এমবাপ্পের বয়স এখনো কম, কিন্তু সে দারুন প্রতিভাবান একজন খেলোয়াড়। আমাদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বীতা নেই। বন্ধুত্বের উপরই আমাদের সম্পর্ক টিকে আছে।’ নেইমার আরো বলেন, আজ আমি পিএসজির খেলোয়াড় যেখানে শতভাগ দিয়ে যাচ্ছি। পিএসজি’র সাফল্যের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আছি। আমি কখনই কাউকে দু:খ দিতে চাইনি। কিন্তু আমার মন বলছে যদি এখানে খুশী না থাকো তবে ক্লাব ছেড়ে চলে যাও।