শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যা: মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে

0
319

খুলনাটাইমস: রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। গতকাল সোমবার নির্ধারিত তদন্ত প্রতিবেদন দাখিল না করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আর্জুন আদালতের কাছে সময় চান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ঠিক করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তৌহিদুল হক জানিয়েছেন। এর ফলে এই মামলায় দ্বিতীয় দফায় পেছালো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। প্রথম দফায় ২৫ অগাস্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। গত ৫ জুলাই সন্ধ্যায় প্রতিবেশী মনির হোসেনের ফ্ল্যাটে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাত বছরের সায়মা। পরে ওই ভবনের নবম তলায় ফাঁকা ফ্ল্যাটে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরদিন সামিয়ার বাবা আবদুস সালাম ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ওই ভবনের একটি ফ্ল্যাটের মালিকের আত্মীয় সায়মাকে ধর্ষণের পর হত্যা করে। হারুন অর রশীদ নামে ওই আসামিকে পরে কুমিল্লা থেকে পুলিশ গ্রেফতার করে। গত ৮ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এখন তিনি কারাগারে আছেন।