শিশুশ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

0
247

তথ্য বিবরণী: শ্রমে নিয্ক্তু শিশুদের পুনরায় স্কুলগামী করা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিচর্যা নিশ্চিতে করণীয় বিষয়ে এক আলোচনা সভা মঙ্গলবার সকালে কারিতাস বাংলাদেশের খুলনা আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের জীবনের জন্য প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয় সরকার ২০২৫ সালের মধ্যে দেশ হতে শিশুশ্রম দূর করতে চায়। জীবনের জন্য প্রকল্পের আওতায় এ পর্যন্ত যশোর, খুলনা ও মোংলা এলাকার পাঁচ হাজার ১৩৭ জন শ্রমে নিযুক্ত শিশু বা তার পরিবার উপকৃত হয়েছে। একইসাথে এ সকল শিশু শিক্ষা গ্রহণ ও নৈতিক উন্নয়নের সুযোগ পাচ্ছে। খুলনা নগরীর সাতটি কেন্দ্রের মাধ্যমে ৩১৫ জন শিশুর জীবন দক্ষতা উন্নয়ন, শিশু বান্ধব শিক্ষা ও বিশেষ কোচিং সুবিধা প্রদান অব্যাহত আছে।
সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ জামাল হুসাইন খান, জীবনের জন্য প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমানসহ সরকারি কর্মকর্তা, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।