শিরোমণি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

0
337

খানজাহান আলী থানা প্রতিনিধি:
বাণিজ্য মন্ত্রনালয়ধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃতে রবিবার বেলা ১২টায় শিরোমণি বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় চৌধুরী ফার্মেসীকে ১ হাজার ও ইমরান ফার্মেসীকে ২ হাজার টাকা এবং কাঁচা বাজার শহিদুলের দোকানে আদার দাম বেশী রাখায় ১ হাজার টাকা ও ইসমাইল স্টোরে বিদেশী তেলের বৈধ কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। জরিমানার অর্থ তৎক্ষণিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো সেচ্ছায় পরিশোধ করেন। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানান হয়। এছাড়া রমজান মাস উপলক্ষে সচেতনতা মুলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট প্যামপ্লেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ জানান হয়। এই পরিদর্শন মুলক বাজার অভিযানে খানজাহান আলী থানার এসআই মোঃ হাসানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও ক্যাব প্রতিনিধি সহায়তা করেন।