শিরোমণি বিআরটিএ’র প্রশিক্ষর্ণার্থীদের চুড়ান্ত পরীক্ষার বোর্ড অনুষ্ঠিত

0
428

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খুলনার শিরোমণি বিআরটিএ’র পেশাদার ও অপেশাদার শিক্ষানবিশ ড্রাইভিং প্রশিক্ষণার্থীদে চুড়ান্ত পরীক্ষার বোর্ড গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় থেকে দিনব্যাপী এই বোর্ডে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। ড্রাইভিং লাইসেন্স পেতে পশিক্ষণার্থীদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন জেলা ট্রাফিক ইন্সেপেক্টর মোঃ বেলায়েত হোসেন তালুকদার এবং বিআটিএ’র প্রতিনিধি মটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। গতকাল সোমবার পেশাদার ও অপেশাদার মোট ১৫০জন শিক্ষানবিশ ড্রাইভিং প্রশিক্ষণার্থীরা দিনব্যাপী লিখিত. মৌখিক এবং ফিলটেষ্ট পরীক্ষায় অংশগ্রহন করেন। এ সময় অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন দক্ষ প্রশিক্ষণ এবং নিজেরদের দায়বদ্ধতার মাধ্যমে সড়ককে নিরাপদ রাখা সম্ভব। আর এ জন্য এই প্রশিক্ষণে ফাকি দেওয়া বা দুর্নীতির মাধ্যমে সুবিধা গ্রহনের কোন সুযোগ নাই। সড়ক নিরাপদ রাখতে বিআরটিএ’কে দুর্নীতির উর্ধে থেকে শুধুমাত্র সকল বিষয়ে উত্তির্ণ প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। বিআরটিএ’র উপ-পরিচালক ইঞ্জিঃ মোঃ জিয়াউর রহমান বলেন, প্রতিষ্ঠানটি দুর্নীতি মুক্ত ও স্বচ্ছতা করতে কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যার আলোকে এখানে দুর্নীতির আশ্রয় নিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কোন সম্ভবনা নাই। প্রতিষ্ঠানটি দালালমুক্ত রাখার জন্য প্রধান ফটকে সার্বক্ষনিক নিরাপত্তা প্রহরী নিয়োজিত রয়েছে।