শিরোমণিতে ভোক্তার অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

0
418

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
নগরীর শিরোমণি শিল্পাঞ্চালের জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগ ও জেলা কার্যালয়ের সমন্বয়ে গতকাল বাজার পরিদর্শনমূলক অভিযানে শিরোমণি দুটি সেমাই তৈরী কারখানা এবং আটরায় এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃধবার দুপুরে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযানে শিরোমণির সিটি ফুড ইন্ডাস্ট্রিজ এবং তারক এন্ড পরশ ফ্লাওয়ার মিল উভয় প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ অনুযায়ী সেমায়ের প্যাকেটের গায়ে মূল্য না থাকায় এবং প্যাকেটে ভিন্ন ভিন্ন মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রক্রিয়াকরণের অপরাধে তারক এন্ড পরশ ফ্লাওয়ারকে ২০ হাজার টাকা এবং সিটি ফুড ইন্ডাস্ট্রিজ কে ২০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ওআদায় করা হয়। এছাড়া আটরা বাজার এলাকায় সর্বোচ্চ মূল্য(এমআরপি)বিহীন বিদেশী প্রসাধনী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং মেয়াদ উত্তীর্ণ আইসক্রীম,পাউরুটি, কেক, বিস্কুট এবং টুথপেষ্ট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জাকির এন্ড ব্যাদার্সকে দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর খুলনা প্রতিনিধি এবং নিরাপত্তায় ছিলেন এপিবিএন খুলনা সদস্যগণ।