শিক্ষা মন্ত্রণালয়ের প্রণয়নকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা অসঙ্গতিপূর্ণ ও অযৌক্তিক খুবি শিক্ষক সমিতি

0
342

খবর বিজ্ঞপ্তি:
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত একটি অভিন্ন নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণয়ন করা হয়েছে মর্মে জাতীয় ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একাধারে বিস্মিত ও ক্ষুব্ধ। উক্ত নীতিমালাটি অসঙ্গতিপূর্ণ, অযৌক্তিক এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এহেন অগ্রহণযোগ্য নীতিমালাটি অবিলম্বে প্রত্যাহারের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জোর দাবি জানাচ্ছে। অন্যথায় অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া এধরণের যেকোন নীতিমালা শিক্ষক সামজ দৃঢ়ভাবে প্রতিহত করবে।