‘শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়’এমপি বাবু 

0
430
ওবায়দুল কবির(সম্রাট):কয়রা(খুলনা)প্রতিনিধি:_
খুলনা( ০৬) সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থায় নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং ডিজিটাল হাজিরার পদ্ধতি চালু, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমে নতুন বই তুলে দেয়া হচ্ছে।
বুধবার (১৮ ডিসেম্বর)সকাল ১১ টায় কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিজিটাল হাজিরা মেশিনের হাজিরা কাযক্রম পরিদর্শ করেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার ফলে বিশ্ব পরিমন্ডলে এখন বাংলাদেশের শিক্ষা সমাদৃত হচ্ছে। ডিজিটাল হাজিরার মাধ্যমে শিশুদের ঝরে পড়ার হার শূন্যের কোঠায় আসার পাশাপাশি শিক্ষকদেরও দক্ষতা বাড়বে।
কয়রা উপজেলার নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল,  কয়রা সদর ইউপি চেয়ারম্যান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির,সহকারি শিক্ষা অফিসার সিরাজুল, ইসলামুল হক টিটু, আবু খালেদ,প্রভাষক নজরুল ইসলাম,প্রধান শিক্ষক বাবু বিকাশ চন্দ্র মন্ডল,কয়রা মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, অনুষ্ঠান পরিচালনা করেন কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।