শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

0
364

টাইমস ডেস্ক :
পড়াশোনার মান নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে প্রাথমিক ও নিম্ন ম্যাধ্যমিকের ফল হস্তান্তরের পর তিনি এ তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্রম পরিবর্তন করতে হবে। এর আগে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ শিক্ষার্থী অংশ নেয়। প্রথমবার পাবলিক পরীক্ষায় অংশ নেয়া এসব শিক্ষার্থীর ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

পরে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রত্যেক বোর্ডের ফল আলাদাভাবে হাতে তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা।

পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষার ফলে ছেলে-মেয়েদের পরীক্ষাভীতি কমছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে শতভাগ পাসের হার নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আওয়ামী লীগ। যুগের সাথে তাল মিলিয়ে পাঠ্যক্রম আধুনিকায়নের ওপরও জোর দেন তিনি।

এর আগে বই উৎসবের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন। সরকার প্রধানের কাছ থেকে বই পেয়ে খুশিতে মেতে ওঠে তারা।

এবার ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিতরণের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম বই উৎসব হবে। এরই মধ্যে দেশের সব বিদ্যালয়ে বই পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।