শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ সুজনের খোলা চিঠি ও শিক্ষা সামগ্রী বিতরণ

0
375

খবর বিজ্ঞপ্তি:
কোভিড-১৯ সংক্রমনের এই ঘর বন্দি পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পড়াশুনো চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে খোলা চিঠি সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবনেতা শেখ সুজনের। পাশাপাশি দুই হাজার ছাত্র-ছাত্রী’র মাঝে তিনটি খাতা ও তিনটি কলম বিতরণ করেছেন তিনি। খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশনায় খালিশপুর, দৌলতপুর ও খান জাহান আলী থানার ছাত্র-ছাত্রীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা সমগ্রী বিতরণ করেছেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা তাদের নিজ নিজ এলাকার ছাত্র-ছাত্রীদের বাড়ী বাড়ী গিয়ে শিক্ষা সমগ্রী পৌছে দেন।
বর্তমান এই মহামারী পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশুনা কার্যক্রম চালিয়ে যেতে পারে সে ব্যাপারে দিক নির্দেশনা মূলক খোলা চিঠি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি শিক্ষা ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহিত পরিকল্পনা সহ তা বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম তুলে ধরেন। শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত সাফল্য সমূহ তুলে ধরেন।

আর বর্তমান ঘরবন্দি পরিস্থিতিতে সংসদ টিভি ও অনলাইনে যে শিক্ষা কার্যক্রম চলছে তাতে শিক্ষার্থীদের অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। এই দূর্যোগে তাদের শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ না হয় সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের ঘরে সুরক্ষিত রেখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত উদ্যোগ সমূহের ভূয়সী প্রশংসা করেন তিনি।

শেখ শাহাজালাল হোসেন সুজনের খোলা চিঠি নিম্মে তুলে ধরা হলো,

প্রিয় শিক্ষার্থী,
ভাই ও বোনেরা,

প্রথমে আমার শুভেচ্ছা ও ভালবাসা নিও!

শিক্ষা মানুষের চরিত্র গঠন ও পরিপূর্ণ জীবনের জন্য প্রস্তুতি যা শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও মানবিক গুণে গুণান্বিত করে তোলে। এ কারনেই শিক্ষাকে বলা হয় উন্নয়নের সোপান, জাতির মেরুদন্ড।

শিক্ষা মানুষকে সচেতন এবং নৈতিকতার পাঠদান করে যার প্রমান বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সচেতন ছাত্র-সমাজের অপরিসীম ভূমিকা। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বঙ্গবন্ধু বলেছিলেন “শিক্ষায় বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ” ১৯৭২-এ বঙ্গবন্ধুর শিক্ষা-ভাবনা অন্তর্ভুক্ত করে প্রণীত সংবিধানে গণমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করার পদক্ষেপ গ্রহণ এবং দেশের সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার মধ্য দিয়ে দেশের শিক্ষার ভিত রচনায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তাঁর জনকল্যানমূখী ও শিক্ষাভিত্তিক সমাজব্যবস্থা বাস্তবায়নেই কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনাই শেখ হাসিনা সরকারের শিক্ষানীতি ও আদর্শ।

বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ নানা ভাবে শিক্ষাক্ষেত্রের সাথে জড়িত। আওয়ামীলীগ শাসনামলে এদেশে শিক্ষাক্ষেত্রে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে তার পুরোভাগে রয়েছেন গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী নির্দেশনায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পেয়েছে জাতীয় শিক্ষানীতি, স্কুলগামী প্রায় শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণে বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন, নারীশিক্ষার প্রসারে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) লক্ষ্যসীমার ৩ বছর পূর্বেই অর্জন, শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করতে একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, আইসিটি শিক্ষা বাধ্যতামূলককরণ, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ প্রতিষ্ঠাকরণ সহ নানাবিধ কার্যকরী পদক্ষেপের কারণে শিক্ষাখাত আজ সাফল্যের স্বর্ণ শিখরে অবস্থান করছে।

বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা যখন একের পর এক মাইল ফলক স্থাপন করে চলেছে ঠিক তখনই পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও প্রদুর্ভাব ঘটেছে করোনা (কোভিড-১৯) ভাইরাসের। করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় স্থবির হয়ে পড়েছে আমাদের স্বাভাবিক জন-জীবন। এমত পরিস্থিতিতে করোনার বিস্তার রোধ এবং জন-সাধারণের স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতার সাথে উপযুক্ত সময়েই দেশে সাধারণ ছুটি ঘোষনা করেন এবং পরবর্তীকালে সামাজিক ও অর্থনৈতিক কর্মকা- সীমিতকরণ করেন। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে প্রায় সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখায় দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিশীলতা হারালেও সরকারের ব্যতিক্রমধর্মী উদ্যোগ যেমন অনলাইন ক্লাস, জাতীয় সংসদ টিভিতে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষকগণের দ্বারা পাঠদান প্রক্রিয়া চলমান রাখার কার্যক্রম নিঃসন্দেহে প্রসংসার দাবিদার।

মুজিব আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা আমার হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর জনকল্যানমূখী ও শিক্ষাভিত্তিক উন্নয়নের রাজনৈতিক নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনাই আমার রাজনীতির মূলমন্ত্র। আমি বিশ্বাস করি আগামীর স্বনির্ভর বাংলাদেশ এবং তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার শিখরে আরোহনে আজকের এই কোমলমতি ছাত্র-ছাত্রীরাই আমাদের নেতৃত্ব দেবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমারাই হবে দেশ গড়ার কারিগর। শিক্ষা ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার নানা ধরনের কার্যকরী পরিকল্পনাকে সফল করতে তোমাদের হাতে উপহার হিসেবে সামান্য শিক্ষা উপকরণ তুলে দেবার মূল লক্ষ্যই হলো এই লকডাউনেও তোমাদের শিক্ষা-পিপাসু মনকে পড়াশোনার প্রতি উৎসাহিত করা। জাতির পিতার ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়ন, মাননীয় প্রধানমন্ত্রীর ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামীর বীর সেনানী তো তোমরাই।

মানবতার উজ্জ্বল নক্ষত্র শেখ হাসিনার নির্দেশনায় তোমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে আমি বদ্ধ-পরিকর কারণ শিক্ষাই পূরণ করতে পারে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন।

ঘরে থাকো, সুস্থ থাকো।