শিক্ষকের আত্মহত্যার ঘটনায় ক্ষুব্ধ নায়িকা

0
278

খুলনাটাইমস বিনোদন: বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে হ্যাশট্যাগ মিটু আন্দোলন। একের এক তারকারা তুলে ধরেছেন তাদের যৌন হেনস্থার অভিযোগ। অনেক নামি লোকেরই মুখোশ খুলে পড়েছে মিটু আন্দোলনের কল্যাণে। এখনও চলছে এই আন্দোলন। সম্প্রতি পাকিস্তানে মিটু আন্দোলনকে ঘিরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। পাকিস্তানের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়। এরপর সেই অধ্যাপক আত্মহত্যা করেন। এবার এই ঘটনা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখ খানের ‘রইস’ সিনেমার নায়িকা মাহিরা খান। সোস্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি। মাহিরা খান বলেন, ‘মিথ্যে অভিযোগের জন্য একজন নির্দোষ ব্যক্তি আত্মহননের পথ বেছে নিলেন। এই ঘটনায় সত্যি খুব রাগ হচ্ছে আমার। অথচ কত লোক ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। মিটু-র অপব্যবহার যারা করছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন। উল্লেখ্য, মাহিরা খান পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী। পাকিস্তানের টেলিভিশন ও বড় পর্দায় কাজ করেছেন তিনি। পাকিস্তানের ডেলি সোপ হামসফর-এ ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন। অন্যদিকে ভারতের ২০১৭ সালে রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ সিনেমায় অভিনয় করেছেন মাহিরা। শাহরুখ খানের বিপরীতেও তাকে দর্শকরা পছন্দ করেছিলেন।