শাহজাহানপুর কবরস্থানে সমাহিত শাম্মী আখতার

0
411

টাইমস ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন স্বনামধন্য কণ্ঠশিল্পী শাম্মী আখতার। বুধবার বাদ জোহর, শান্তি নগরের চামেলীবাগের আমিনবাগ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সঙ্গীতাঙ্গনে তার সহকর্মীসহ শুভানুধ্যায়ী ও ভক্তরা। জানাজা শেষে তাকে সমাহিত করা হয় শাহজাহানপুর কবরস্থানে। মরদেহের অবস্থার কথা বিবেচনা করে শহীদ মিনারে নেয়া হয়নি শাম্মী আখতারের মরদেহ। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শাম্মী আখতার।

মঙ্গলবার বেলা ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ই ফেব্রয়ারি। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর-সংগীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পেছন ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। একের পর এক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়ে গেছেন তিনি।