শারদীয় দুর্গোৎসব বাঙালির উৎসব: মেয়র

0
440

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক খুলনা সদর থানার আওতাধীন ২৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা সদর থানার সহযোগিতায় সোমবার বিকেল সাড়ে ৪টায় আর্য্য ধর্মসভা মন্দির অঙ্গনে অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা সদর থানার সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর (২১,২২,২৩) কণিকা সাহা, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটু, পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, খুলনা সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, তপন ব্যানার্জী, স্বপন সাহা, দিপক দত্ত, ভোলানাথ দত্ত, পূজা পরিষদ নেতা উজ্জল ব্যানার্জী, উজ্জল রায়, ভবেশ সাহা, অভিজিৎ চক্রবর্তী দেবু, নিখিল বিশ্বাস, অলোক দে, মিণ্টু সাহা, কার্তিক রায়, রবীন দাস প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। এদেশের মানুষ শারদীয় উৎসবে সম্পৃক্ত হয়ে এই উৎসবকে প্রাণবন্ত করে তোলে। বহির্বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আমরা নজির স্থাপন করেছি। আমাদের দেশ উন্নয়নের পথে দুর্বারগতিতে এগিয়ে চলেছে। এখানে মসজিদ-কবরস্থানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সনাতনধর্মের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নের জন্য থোক বরাদ্দ হিসেবে প্রায় আড়াইশ’ কোটির টাকার কাজ শুরু হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বর্তমান সরকারের আমলে প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করছে। এটাই একটি অনন্য দৃষ্টান্ত। খুলনা সিটি কর্পোরেশন থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিটি কর্পোরেশন আওতাধীন ৫টি থানায় ৮০টি মন্দিরে অনুদান প্রদান করা হচ্ছে। আগামীতে খুলনা শহরে বিভিন্ন মন্দির ও শ্মশানঘাটের গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। আসন্ন শারদীয় উৎসবে সব মন্দির কমিটিকে সকল অপশক্তির হাত থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে কোনো মাদক, অপসাংস্কৃতিকমূলক কোনো কর্মকা- থেকে দূরে থাকতে বলেন। তিনি সকলকে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবারের দুর্গোৎসব সফল হোক স্বার্থক হোক আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।