শাকিব খানকে কি মনে পড়েনা অপুর?

0
786

খুলনাটাইমস বিনোদন ডেস্কঃ বাংলাদেশের চলচ্চিত্র জগতে আলোচিত দুটি নাম অপু বিশ্বাস ও শাকিব খান। সিনেমায় তাদের জুটিটা যেমন দর্শক গ্রহন করেছিল তেমনি গ্রহন করেছিল বাস্তব জীবনেও। কিন্তু বাতাস উল্টো দিকে বইয়ে তাদের সেই জুটি আজ বাস্তব কিংবা সিনেমা কোন জায়গাতেই নেই।পর্দাতে প্রায় ২ বছর ধরে অনুপুস্থিত অপু বিশ্বাস। শাকিব খানের সাথে বিয়ে, তারপর ডিভোর্স, এখন নিজের সন্তানকে নিয়ে থাকা। এরমধ্যেই কাটছে তার জীবন। সম্প্রতি কিছু ছবির কাজ করছেন আবারো নতুন করে। পর্দায় ফিরবেন তিনি শীগ্রই।
তার আগে একটি বেসরকারী টিভিতে উপস্থিত হয়ে নিজের সাম্প্রতিক সময়ের কথা বলেছেন জনপ্রিয় এই নায়িকা।সেখানেই অপুকে জিজ্ঞাসা করা হয়, শাকিব খানকে কি একেবারেই মনে পড়েনা? জবাবে অপু বিশ্বাস বলেন, আল্লাহ (হাঁসি), এটা একটা কথা বললেন। উপস্থাপককে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঝখানে তো জায়গা খালিই ছিল। শাকিবকে নিয়ে আসলেও ভালো হত।এরপর তিনি উপস্থাপকের প্রশ্নের উত্তর দেন খুব দৃঢ়ও ভাবে।