শহীদ কবির ছিলেন সংগ্রামী চেতনার প্রতীক : ডুমুরিয়ায় স্মরন সভায় বক্তারা

0
533

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলা যুবলীগের কন্ঠস্বর সাবেক ডুমুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শহীদ শেখ কবিরুল ইসলামের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলা যুবলীগ বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। সকালে আরাজি সাজিয়াড়া গ্রামে কবিরের সমাধীতে যুবলীগের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
বিকেলে যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, কবির ছিলেন একজন আপোষহীন সংগ্রামী চেতনার প্রতীক। আজ তার আদর্শে যুবলীগ শক্তিশালী হয়ে উঠেছে। ডুমুরিয়ার কৃতি সন্তান শেখ কবিরুল ইসলাম ২০০১ সালের ৫ জানুয়ারী তারিখে চৌরঙ্গী মোড়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নির্মমভাবে নিহত হয়। যুবলীগ নেতা শেখ ইকবাল হোসেনের উপস্থাপনায় স্মরণসভায় বক্তব্যদেন আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, খুলনা জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, কাজী এমদাদুল হক, খান আবু বক্কার, শেখ রবিউল ইসলাম, আছফর হোসেন জোয়াদ্দার, যুবলীগ নেতা অধ্যাপক জুলফিকার আলী জুলু, তহমিনা বেগম, মোল্যা সোহেল রানা, গাজী রকিবুল ইসলাম, এ্যাড আশরাফুল আলম রাজু, প্রভাষক অমিত, মেহেদ হাসান রাজা, নাজমুল হোসেন বকুল, হাবিবুর রহমান, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, বিকাশ চন্দ্র মন্ডল, তৌহিদুজ্জামান রাতুল, অভিজিত কুন্ডু টুটুল, মিজানুর রহমান, ওলিউর রহমান, জাহিদুল হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল রাজ্জাক।