শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা করোনায় আক্রান্ত

0
299

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, গত শনিবার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জ্বর ও চোখের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য তার কাছে আসেন। এসময় তিনি ব্যাবস্থাপত্র দিয়ে তার করোনা ভাইরাস সনাক্ত করনের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি এখন খুলনায় তার বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া ওই রিপোর্টের সাথে মোতাসিম বিল্লাহ (৫০) নামের অপর এক ব্যাক্তিরও করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে ওই ব্যাক্তি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দিলেও তার বাড়ি পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামে। আমতলী বাজারে তাহেরা ফার্মেসী নামে তার একটি ঔষধের দোকান রয়েছে। শরণখোলা কাছে হওয়ায় তিনি এখানে নমুনা পরীক্ষায় দেন। এনিয়ে শরণখোলায় এখন পর্যন্ত আক্রান্তে সংখ্যা ১৬ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে থেকে সাতজন করোনা মুক্ত হয়েছেন।