শরণখোলা উপজেলা সদরে ব্রিজ ভেঙ্গে খালে : যোগাযোগ বিচ্ছিন্ন

0
165

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার খালের ব্রিজটি সোমবার (১৬ আগষ্ট) দিবাগত গভীর রাতে ভেঙ্গে খালে পড়েছে। কেউ হতাহত হয়নি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে মানুষ।
এলাকাবাসী জানায়, উপজেলা সদর রায়েন্দা বাজার ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকার মধ্যে সংযোগকারী রায়েন্দা বাজার খালের লোহার ব্রিজটি সোমবার দিবাগত গভীর রাতে হঠাৎ করে ভেঙ্গে খালে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এ ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। এব্রিজটি পার হয়ে শরণখোলা সরকারী কলেজ, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসা, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ কয়েকটি বরফকল, মৎস্য ঘাট সমূহে যাতায়াত করতে হয়। খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খান জানান, কংক্রিটের ঢালাই ও লোহার পিলার দিয়ে ৩৪ লাখ টাকা ব্যায়ে ১৯৯৬ সালে রায়েন্দা বাজার খালের ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের পরে কোন মেরামত কাজ না করায় দীঘদিন যাবৎ ব্রিজটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত বলেন, দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি গভীর রাতে ভেঙ্গে পড়ায় আল্লাহর রহমতে মানুষ হতাহতের ঘটনা এড়ানো গেছে। এখন নতুন করে ব্রিজটি নির্মাণের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে ইউএনও জানান।