শরণখোলায় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
692

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
শরণখোলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার রায়েন্দা বাজারে একটি র‌্যালী প্রদক্ষিণ করে। বুধবার সকালে উপজেলার রায়েন্দা বাজারস্থ বাংলাদেশ মানবাধিকার কমিশনের কার্যালয় হতে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি র‌্যালী শরণখোলা প্রেসক্লাবে শেষ হয়। র‌্যালী শেষে কমিশনের উপজেলা কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ও দৈনিক কালান্তরের উপজেলা প্রতিনিধি এম.ডি মোতাসিম বিল্লাহ মাশুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য এ.কে.এম সাজেদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নইন আবু নাঈম তালুকদার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের প্রধান উপদেষ্টা মোঃ আকমল হোসেন আকন, নির্বাহী সভাপতি মোঃ ইব্রাহিম আকন। এছাড়া গত মঙ্গলবার (৯ জানুয়ারী) বিকেলে কমিশন কার্যালয় বাংলাদেশ ছাত্রলীগ’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কমিশনের উপদেষ্টা আবু জাফর জব্বার ও ওয়াদুদ আকন বক্তব্য রাখেন। এতে বক্তরা তার নীতি ও আদর্শের দিক তুলে ধরে হত্যা, নির্যাতন ও দুর্নীতি সহ মানবাধিকার লঙ্ঘন জনিত অপরাধের প্রতিবাদ করেন। #