শরণখোলায় বিভিন্ন সংগঠনের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0
533

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, নাগরিক ঐক্য পরিষদ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বাবুলের নেতৃত্বে উপজেলা সদর রায়েন্দাবাজারে শোক র‌্যালী প্রদক্ষিণ করে শহীদ
মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন বাদশা,আবু জাফর জব্বার,হাবিবুর রহমান ফকির,জালাল আহমেদ রুমি,যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা,ছাত্রলীগ
আহবায়ক হাসান মীর প্রমূখ।

এ ছাড়া শরণখোলা নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে সকাল ৯টায় র‌্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কমিটির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খান, যুগ্ম-আহবায়ক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, প্রেসকøাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সুজন’র সভাপতি সাংবাদিক শেখ মোহাম্মদ আলী,
সুজন’র সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. রুহুল আমিন, সমাজসেবক ফরিদ খান মিন্টু, শিক্ষক নেতা শহিদুল ইসলাম খান, বিএনপি নেতা প্রভাষক শহিদুল ইসলাম দুলাল, সিপিবি নেতা শফিকুল ইসলাম খোকন, শিক্ষক মো. কামাল হোসেন, ইউপি সদস্য কাওসার হোসেন, লাইলী কাঞ্চন, আকলিমা বেগম, সাগর আক্তার, ডলি
বেগম, প্রমূখ।
এছাড়া, উপজেলা যুবলীগ র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রেসক্লাব চত্বরে সভা করে। যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রশিদ আকন, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, স্বেচ্ছ¡াসেবক লীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগের যুগ্ম-আহবায়ক শামীম মুন্সী, হাসানুজ্জামান জোমাদ্দার, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার প্রমূখ। ##