শরণখোলায় বসত ঘর ভেঙ্গে লুটপাটের অভিযোগ

0
577
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় বসত ঘর ভেঙ্গে লুটপাট ও জমি জবর দখলের ঘটনায়া ৯ ব্যাক্তির  বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে ।
মামলা সূত্র জানায় , উপজেলার দক্ষিন সাউথখালী গ্রামের মৃত মোছলেম আলীর ছেলে  আঃ খালেক খানের সাথে একই গ্রামের বাসিন্দা মৃত: হাসেম আলীর ছেলে ডাঃ মোকসেদ আলী সরদারের সাথে দীর্ঘদিন ধরে  জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা  চলে আসছিল । আদালতে মামলা বিচারাধীন থাকা সত্বেও  প্রতিপক্ষ ডাঃ মোকসেদ আলী সরদার  গত ২৭ অক্টোবর  সকালে তার সহোযোগীদের নিয়ে  সন্ত্রাসী কায়দায়  আঃ খালেক খানের বসত ঘরে হামলা চালায়। এ সময় বসতঘর ভাংচুরের পাশাপাশি  ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা , স্বর্নলংকার  সহ মূল্যবান মালামাল লুটে নেয় ।  তাদেরকে বাধা দিলে স্থানীয়দের পিটিয়ে জখম করে ডাঃ মোকসেদ আলীর সহযোগীরা। এ ঘটনায় আঃ খালেক খান বাদী হয়ে ডাঃ মোকসেদ আলী সরদার তার ছেলে জাহিদুল সরদার , স্ত্রী  সুরল বেগম, মেয়ে মমতাজ বেগম, এবং  হামেদ সরদার, শাহিন সরদার,  আজগোর হাওলাদার , রুবেল হাওলাদার , পাভেল হাওলাদার, নজু খা, পনু হাওলাদার সহ ৯ জনের বিরুদ্ধে গত ২৯ অক্টোবর আদালতে একটি মামলা  দায়ের করেন। তবে, ডাঃ মোকসেদ আলী বলেন, প্রতিপক্ষ খালেক খান ইতি পূর্বে ওই সম্পত্তি জোর পূর্বক দখল করে ছিলেন। তা পুনঃরায়  উদ্ধার করা হয়েছে।#