শরণখোলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর কার্যক্রম শুরু

0
1051

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : “ন্যাশনাল সার্ভিস কর্মসূচী-২০১৭” প্রকল্পের মাধ্যমে বেকারত্বের অভিষাপ থেকে মুক্তি পাচ্ছে বাগেরহাটের শরণখোলার ছয় শতাধিক শিক্ষিত যুব নারী-পুরুষ। সরকার দেশের বেকারত্ব দুর করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ কর্মসূচী বাস্তবায়ন করছে। রবিবার শরণখোলা উপজেলায় শুরু হয়েছে এর আনুষ্ঠানিক কার্যক্রম।এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণ কর্মসূচী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথখালী ইউপি’র চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউপি’র চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউপি’র চেয়ারম্যান জাকির হোসেন
খান মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, বিআরডিবি কর্মকর্তা শহিদুল হক প্রমূখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম জানান, শরণখোলায় মোট ৬৩০ জন যুব নারী ও পুরুষকে যাচাই বাছাইয়ের মাধ্যমে এ কর্মসূচীর আওতায় আনা হয়েছে। তিন মাস কম্পিউটার, কমিউনিটি হেল্থ, ভূমি জরিপ ও শিক্ষাসহ তাদেরকে বিভিন্ন
বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে দক্ষতা অনুযায়ী তাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হবে। প্রতিমাসে ৬ হজার টাকা করে ভাতা পাবেন এসব যুব নারী-পুরুষ। ##