শরণখোলায় থানা পুলিশের র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

0
432

শরণখোলা আঞ্চলিক অফিস:
শরণখোলায় থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও গুজব বিরোধী র‌্যালী, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকারের নেতৃত্বে এক র‌্যালী উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পাঁচ রাস্তার মোড়ে পথসভা করেন ।
পথসভা শেষে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিরোধী সচেতনতা, ছেলেধরা গুজব ও পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারনা চালানো হয়।
এ সময় বক্তব্য রাখেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন (মানিক), এস আই সাকায়েতুল ইসলাম, সুদেব পাল, এসএম আবুল বাশার, এ এস আই রাজিব আহমেদ। বক্তারা বলেন, পদ্মা সেতুতে মাথা ও রক্ত লাগবে এবং ছেলে ধরার বিষয়টি সম্পূর্ন গুজব, এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন । ডেঙ্গু মুক্ত দেশ পরিস্কার পরিছন্নতার বিকল্প নেই নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার। সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন। উক্ত সমাবেশে শিক্ষক সহ শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।##