শরণখোলায় চাঁদাবাজী বন্ধের আহবান পুলিশের

0
713

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
চাঁদাবাজী বন্ধের জন্য বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের পক্ষ থেকে আহবান করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা সদর রায়েন্দা বাজার সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে আহবান করা হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার পাঁচ রাস্তা, চাল রায়দা, তোফালবাড়ী, রাজৈর, খাÍাকাটা, আমড়াগাছিয়া, পহলান বাড়ী, রাজাপুর, লাকুড়তলা সহ বিভিন এলাকার কতিপয় অসাধু ব্যক্তি রাজনতিক ছত্র ছায়ায় থেকো ব্যাটারী চালিত ভ্যান, রিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতিমাসে হাজার হাজার টাকা চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি শরণখোলা থানায় নবাগত অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম যোগদান করে চাঁদাবাজীর বিষয়টি অবগত হন। অসহায় চালকদের কষ্টে অর্জিত অর্থ থেকে যাতে কাউকে চাঁদা দিতে না হয় সেজন্য তিনি এমন উদ্যোগ নেন। এবং মাইকিং করে বিষয়টি সর্বসাধারনকে অবহিত করেন। নবাগত ওই কর্মকর্তার মতে বর্তমান সরকার চাকুরীজীবিদের যে সম্মান জনক বেতনস্কেল প্রদান করেছেন তাতে প্রশাসনের কোন কর্মকর্তা কর্মচারীর অবৈধ টাকার প্রয়োজন নেই। সেক্ষেত্রে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে যো সব মহল চাঁদাবাজী করেছেন এবং প্রশাসনের নাম বদনাম ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধোে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি মাদক, জুয়া সহ কোন অনৈতিক কাজের সাথে তিনি কোন প্রকার আপোষ করবেন না বলেও মন্তব্য করেন। নবাগত ওসি কবিরুল ইসলামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাক আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভ্যান, রিকশা শ্রমিক সহ উপজেলার সামাজিক ও সচেতন নাগরিক মহল।##